ছাত্র-জনতার বিজয়কে চেতনায় ধারণ করতে হবে : আবু সাঈদ খান
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে যে বিজয় অর্জন হয়েছে, তা ধরে রাখতে হলে সবার চেতনায় ধারণ করতে হবে। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের পর এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও দেশের জনগণ স্বাধীনতার মান ধরে রাখতে পারে নি। তবে আমাদের ২০২৪-এর বিজয়কে সমুন্নত করতে হবে। আগামীর প্রজন্মের জন্য ধরে রাখতে হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। এর আগে দুপুরে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সংবাদ প্রতিনিধি ও সমকাল পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
আবু সাঈদ খান বলেন, ‘সমকাল সবসময়ই দলমত নির্বিশেষে মানুষের জন্য সংবাদ পরিবেশন করছে। বিগত দিনে সরকারের নানান চাপ সহ্য করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নির্ভয়ে কাজ করেছে সমকাল। আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।’ এ সময় তিনি সমকাল সুহৃদ সদস্যদের ছাত্র অভ্যুত্থানে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে আগামীতেও নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার তাগিদ দেন।
সমকাল ফরিদপুর অফিসের স্টাফ রিপোর্টার হাসানউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকালের জিএম (সার্কুলেশন) হারুনুর রশিদ, সমকাল ন্যাশনাল ডেস্কের সাব এডিটর শাতিল আহমেদ ও বিজ্ঞাপন এক্সিকিউটিভ আরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর আলতাফ হোসেন, লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, কবি জাহাঙ্গীর খান, সমকালের ফরিদপুর অফিসের রিপোর্টার রাশেদুল হাসান কাজল, রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি হারুনার রশীদ, সহ-সাধারণ সম্পাদক আবরার নাদিম ইতুসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার সকল সংবাদ প্রতিনিধি।