চট্টগ্রাম থেকে কোহলি রোনালদোকে বললেন ‘সর্বকালের সেরা’
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি বিরাট কোহলির বিশেষ শ্রদ্ধা, আলাদা দুর্বলতা নতুন কিছু নয়। আগে অনেকবারই পর্তুগিজ তারকাকে নিজের আদর্শ বলেছেন ভারতীয় ক্রিকেট তারকা। খেলার প্রতি রোনালদোর নিবেদন, তাঁর অনুশীলন করার ধরন, খাদ্যাভ্যাস, পরিশ্রমের প্রতি অনুরক্ততা নিয়ে নিজের দুর্বলতার কথা কখনোই গোপন করেন নি কোহলি। এবার ভারতীয় ব্যাটিং তারকার রোনালদোর প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে তাঁকে বললেন, সর্বকালের সেরা।
কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে শেষ হয়েছে পর্তুগালের বিশ্বকাপ–যাত্রা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে রোনালদো ছিলেন না প্রথম একাদশেও। এ নিয়ে জলঘোলাও কম হয় নি। শেষ পর্যন্ত মরক্কোর কাছে হেরে পর্তুগালের পাশাপাশি যেন রোনালদোর ক্যারিয়ারের যাত্রাপথও থমকে গেছে। এটা তো ঠিক, পর্তুগিজ তারকা কাতারেই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলতে এসেছিলেন।
এ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছেন কোহলি। ঢাকায় ওয়ানডে খেলে ভারতীয় দল এখন চট্টগ্রামে। প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ হারানোর পর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বিরাট ব্যবধানে জিতেছে ভারত। টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী পরশু। চট্টগ্রামে বসেই রোনালদোর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দেখেছেন। এর পরপরই নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন আবেগঘণ এক পোস্ট। তিনি মনে করেন, একটি ট্রফি দিয়ে রোনালদোর শ্রেষ্ঠত্ব বিচার করা অন্যায়। রোনালদো সর্বকালের সেরা ফুটবলার।
কোহলি লিখেছেন, ‘ফুটবল ও ফুটবল–ভক্তদের জন্য তুমি যা করেছ, তা কোনো ট্রফি দিয়ে বিচার করা সম্ভব নয়। মানুষের ওপর তোমার কী প্রভাব, সেটা আমরা বুঝি, যখন তোমাকে আমরা খেলতে দেখি। সেটি কী, তা কোনো ট্রফি বিচার করতে পারবে না। এটা ঈশ্বরের আশীর্বাদ।’
রোনালদো নিজের খেলা দিয়েই লাখো কোটি অনুরাগীর আদর্শ হয়ে উঠেছেন বলে মনে করেন কোহলি, ‘প্রতিবার মাঠে নেমেই তুমি নিজেকে উজাড় করে দাও। তুমি কঠিন অধ্যবসায় ও পরিশ্রমের প্রতীক। তুমি যেকোনো ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে সর্বকালের সেরা।’
নিজের খেলার মাধ্যমে রোনালদো অনেকের কাছে আদর্শ হয়ে উঠেছেন বলে মনে করেছেন কোহলি। তিনি লিখেছেন, ‘প্রতিবার মাঠে নিজেকে নিংড়ে দিয়েছ তুমি। কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক তুমি। যে কোনও ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে বিশ্বের সর্বকালের সেরা।’
এদিকে মরক্কোর কাছে হারের পরদিন, গতকাল ইনস্টাগ্রামে রোনালদো নিজের অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, গতকাল স্বপ্নটা শেষ হয়ে গেল। আমি সবাইকে জানাতে চাই, অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক বেশি অনুমান করা হয়েছে। তবে পর্তুগালের জন্য আমার নিবেদন এক মুহূর্তের জন্য বদলায়নি। আমি সব সময় আরও একজন হয়ে সবার লক্ষ্যের জন্য লড়েছি। এ মুহূর্তে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল, ধন্যবাদ কাতার। যতোক্ষণ পর্যন্ত টিকে ছিলো, ততোক্ষণ পর্যন্ত স্বপ্নটা সুন্দর ছিলো।’