গোমস্তাপুরে মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; কাবিরুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর ব্লকের মরিচাডাঙ্গায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক হার্টিকালচার সেন্টার চাঁপাইনবাবগঞ্জের ড. বিমল কুমার প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম ইকবাল, তেল জাতীয় ফসলের উৎপাদন প্রকল্প মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এতে শর্তাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে বিশেষজ্ঞরা বাঙলার কাগজকে জানান, একই জমিতে ৩/৪ ফসলভিত্তিক ফসল সরিষা, রোপা আমন এবং আরও ফসল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে আলোচনা সভায়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের সরিষা চাষীর গ্রুপকে প্রণোদনা আওতায় একটি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করেন।