কর্মবিরতির তৃতীয় দিনে বেনাপোলে আমদানির পর রপ্তানিও বন্ধ
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; বেনাপোল : ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতির তৃতীয় দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পেট্রাপোল বন্দরে শ্রমিক আন্দোলনের কারণে শনিবার (পহেলা এপ্রিল) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বন্ধ হয়। তবে আজ (৩ এপ্রিল) থেকে আমদানি কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ব্যবসায়ীরা জানান, রপ্তানি করা না গেলে অনেক পণ্য নষ্ট হয়ে যাবে। এতে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন তাঁরা।
সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া একটি ট্রাক থেকে স্বর্ণের চালান জব্দ করে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ ঘটনায় ভারতের একটি ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) কর্মীকে আটক করা হয়। ওই কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে আধুনিক স্ক্যানার বসানোর দাবিতে কর্মবিরতি শুরু করে দেশটির বিভিন্ন শ্রমিক সংগঠন।