ওষুধ রপ্তানিতে এক নম্বরে ভারত
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ‘আরএনসি ফার্মা’র নথি বলছে, ২০২১ এবং ২০২২ সালে রাশিয়ায় সব থেকে বেশি ওষুধ সরবরাহ করেছে জার্মানি। কিন্তু ২০২৩ সালে সেই হিসাব বদলে গেছে। জার্মানিকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এলো ভারত। ২০২৩ সালে রাশিয়ায় সব থেকে বেশি ওষুধ সরবরাহকারী হিসাবে উঠে এলো ভারতের নাম। আগে সেই কৃতিত্ব ছিলো জার্মানির। শুধু জার্মানি নয়, মূলত পশ্চিমা দেশগুলোই এতোদিন রাশিয়াকে সব থেকে বেশি ওষুধ সরবরাহ করতো।
বর্তমানে ভারত এবং জার্মানি ছাড়া রাশিয়ায় ওষুধ সরবরাহকারী অন্য প্রধান দেশগুলো হলো : ফ্রান্স, হাঙ্গেরি এবং বেলারুশ। রাশিয়ায় ওষুধ সরবরাহকারী দেশগুলোর মধ্যে ব্রিটেন এবং পোল্যান্ডের রপ্তানি কমেছে।
রাশিয়ার ওষুধ সংস্থা ‘আরএনসি ফার্মা’ সম্প্রতি তথ্য প্রকাশ করে রাশিয়ায় ওষুধ রপ্তানির ক্ষেত্রে ভারতের এক নম্বরে উঠে আসার কথা জানিয়েছে। ‘আরএনসি ফার্মা’ রাশিয়ার ওষুধ-বাজারের চড়াই-উতরাইয়ের উপর নজর রাখে।
‘আরএনসি ফার্মা’র নথি অনুযায়ী, ২০২৩ সালে ভারত ২৯ কোটি ৪০ লাখ প্যাকেট ওষুধ পাঠিয়েছে রাশিয়ায়। জার্মানি পাঠিয়েছে ২৩ কোটি ৮৭ লাখ প্যাকেট।
অনেকে মনে করছেন, রাশিয়ায় ওষুধ সরবরাহের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সক্রিয়তা হ্রাস পাওয়ার নেপথ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমা দেশগুলোর অনেক নামিদামি ওষুধ সংস্থা রাশিয়ায় ওষুধ পাঠানো এবং বিনিয়োগ বন্ধ করেছে। অন্যদিকে, এই সময়ে রাশিয়ার বাজারে নিজেদের প্রভাব বৃদ্ধি করছে ভারতের ওষুধ সংস্থাগুলো। এই নিয়ে ভারত এবং রাশিয়ার কয়েকটি সংস্থা যৌথ উদ্যোগেও কাজ করেছে।
উল্লেখ করা যেতে পারে, গত বছর থেকেই রাশিয়ায় প্রথমবারের জন্য ওষুধ সরবরাহ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত, আর্মেনিয়া এবং কিউবা।