প্রাণখুলে হাসুন
১ম বন্ধু : বল তো, একদিন এক রাস্তা দিয়ে একজন দরিদ্র দিনমজুর, একজন গম্ভীর মহিলা, একজন সুপারম্যান এবং একজন বউয়ের ভয়ে ভীত নয় এমন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখা গেল রাস্তায় একটা ৫ শ টাকার নোট পড়ে আছে। এখন প্রশ্ন হলো টাকাটা কে কুড়িয়ে পাবে?
২য় বন্ধু : অবশ্যই দরিদ্র দিনমজুরটি। কারণ এখানে দিনমজুর ছাড়া বাকি সব চরিত্র কাল্পনিক।