উত্তরায় তরুণীকে ধর্ষণ : ৯৯৯ এ ফোনে উদ্ধার, পালিয়েছে অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : উত্তরায় তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯৯৯ এ ফোনে তাঁকে উদ্ধার করা হয়েছে। তবে পালিয়েছে অভিযুক্ত। শুক্রবার (২৯ মার্চ) উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে একটি বাড়ির ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চান। খবর পেয়ে তুরাগ থানার এসআই জাফরান ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।
এসআই জাফরান বলেন, ওই তরুণী এখন থানা হেফাজতে নিরাপদে রয়েছেন। তাঁর কাছে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি টাঙ্গাইলের এক প্রভাবশালী নেতার ভাই। নিজেও একই দলের নেতা। ওই তরুণীর সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় হয়। শুক্রবার তিনি তরুণীকে নিয়ে গাড়িতে চড়ে ঘুরতে বের হন। তুরাগের একটি বাসায় নিয়ে তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন। ওই তরুণী ৯৯৯ এ কল করার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়।
সর্বশেষ খবর, পুলিশ তরুণীর জবানবন্দি নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।