ঈদের সময় ২ দিন বন্ধ থাকবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এর ফলে ঈদ উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকছে মেট্রোরেল চলাচল। ঈদুল ফিতরের পরের দিন শুক্রবার। ওইদিন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি।
বুধবার (১০ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। গত বছরের ঈদেও বন্ধ ছিলো মেট্রোরেল।
নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার ঈদের দিনের বন্ধ। আর শুক্রবার তো সাপ্তাহিক ছুটির দিন। এর ফলে মেট্রোরেল চলাচল দুইদিন বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন বিকেলের আগে যাত্রীর চাহিদা খুবই সামান্য থাকার কথা। ফলে বর্তমান সূচি অনুযায়ী বিকেলের আগ পর্যন্ত শতাধিক ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝা বাড়বে।