ডন প্রতিবেদন : নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করেছেন সার্চ কমিটির সদস্যরা; যা আগামী বৃহস্পতিবারেরমধ্যে (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় চার ঘণ্টা বৈঠক শেষে নাম চূড়ান্ত করার কথা জানালেও তা প্রকাশ করেনি রাষ্ট্রপতি গঠিত এ কমিটি।
আগের ঘোষণা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) ও নির্বাচন কমিশন গঠনে এদিন প্রস্তাবিত নামের সংক্ষিপ্ত তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসেন কমিটির সদস্যরা।
প্রায় ৪ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজ সার্চ কমিটি তাঁদের বৈঠক শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। তারা আগামীকাল বা পরশুদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা জমা দেবেন। উনাদের মিটিং শেষ, সিলেকশনও শেষ; সবকিছু উনারা ফাইনাল করে ফেলেছে।’
তিনি জানান, রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেওয়ার পর তিনি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতিরসঙ্গে সাক্ষাৎ করে তালিকা জমা দেবে কমিটি।
সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এদিনের বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।
বিচারপতি ওবায়দুল হাসান দুদিন আগেই জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকেই তাঁরা ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবেন।
তবে বৈঠক শেষে নাম চূড়ান্ত করার তথ্য জানালেও সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তাঁদের তালিকা জমা দেবে কমিটি।
১০ জনের এ তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, যাঁদের উপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভার।
সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে তা নিয়ে কাজ করছিলো সার্চ কমিটি। গত শনিবারের (১৯ ফেব্রুয়ারি) বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তাঁরা সেই তালিকা ১২/১৩ জনে নামিয়ে এনেছেন।
তিনি আরও বলেছিলেন, যে ১০ জনের নাম তাঁরা চূড়ান্ত করবেন, তা তাঁরা প্রকাশ করবেন না। আর ৩২২ জনের তালিকার বাইরে থেকে কোনও নাম নিজেরা যুক্ত করবেন না তাঁরা।
উল্লেখ করা যেতে পারে, সদ্যবিদায়ী সিইসি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি।