‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি’
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : গত বছর ১২ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। আদরের মেয়ের নাম রেখেছিলেন দেবী বসু সিং গ্রোভার। জন্মের পর থেকে এ পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ্যে আনেন নি দুজনের কেউই। অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বলিউডের এ তারকা দম্পতি।
বুধবার (৫ এপ্রিল) রাতে মেয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার। ক্যাপশনে দেবীর পক্ষ থেকে তারকা দম্পতি লিখেছেন, ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’
হালকা গোলাপি জামা, ম্যাচিং হেয়ার ব্যান্ডে সাজা মিষ্টি হাসি মাখা ছোট্ট দেবীর ছবিতে আদর, ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকা থেকে শুরু করে নেটজগতের সবাই।
বিপাশা-করণের মেয়েকে দেখে অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ছোট্ট সুন্দর দেবীর জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ।
অভিনেত্রী আরতি সিং লেখেন, আমার জন্মদিনেই এলো প্রথম ছবি।
দিয়া মির্জা লেখেন, দেবী, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমাকে ভালোবাসি। তোমাকে ছুঁয়ে দেখার জন্য তর সইছে না।
তা ছাড়াও সুজান খান, সাগরিকা, মালাইকা আরোরাসহ অনেক তারকা ভালোবাসা জানিয়েছেন।
‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা।