অর্থমন্ত্রী : চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ।

অর্থমন্ত্রী : চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ।
ডন প্রতিবেদন : রবিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, ৩ বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির হার ছিলো ৫ দশমিক ৪৩ শতাংশ। আগামী বছর মাথাপিছু আয় হবে ৩ হাজার ৮৯ ডলার। ‘এই সময়ে আমাদের জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন ডলার। এই ৪৫৫ বিলিয়ন ডলারকে আমাদের যে জনগোষ্ঠী আছে, তা দিয়ে ভাগ দিলেই মাথাপিছু আয় ২ হাজার ৭৮৫ ডলারে উন্নীত হবে। এটা হচ্ছে আমাদের এই বছরের হিসাব।’ ‘আশা করি, আগামী অর্থবছরে আমাদের জিডিপির আকার অর্ধ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে।’